রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

জয়ে ফিরল আতলেতিকো

দুই বদলি খেলোয়াড় ফের্নান্দো তোরেস ও আনহেল কোরেয়ার গোলে এইবারকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্পেনের শীর্ষ লিগ লা লিগায় আগের ম্যাচে বার্সেলোনার কাছে হারা দিয়েগো সিমেওনের দলটির জয় ২-০ গোলের।শনিবার এইবারের মাঠে প্রথমার্ধে বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরাই। তবে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনেন সিমেওনে। ৬১তম মিনিটে তৃতীয় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন কোরেয়া। তোরেসের দারুণ এক পাস থেকে এক মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আতলেতিকোকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জয়ে ফিরল আতলেতিকো


এগিয়ে যাওয়ার পর এইবারের ওপর চাপ আরও বাড়ায় আতলেতিকো। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে স্বাগতিকদের রক্ষণভাগকে। সুফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। কোরেয়ার পাস থেকে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় তোরেস। ২-০ গোলে এগিয়ে যাওয়া আতলেতিকোকে আর পেছনে তাকাতে হয়নি। আগের ম্যাচে শিরোপাধারী বার্সেলোনার কাছে ২-১ গোলে হারা দলটি এইবারকে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে। দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার লেভান্তেকে হারিয়ে রিয়াল (১০) ও আতলেতিকোকে (৯) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার।

এগিয়ে যাওয়ার পর এইবারের ওপর চাপ আরও বাড়ায় আতলেতিকো। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে স্বাগতিকদের রক্ষণভাগকে। সুফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। কোরেয়ার পাস থেকে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় তোরেস। ২-০ গোলে এগিয়ে যাওয়া আতলেতিকোকে আর পেছনে তাকাতে হয়নি। আগের ম্যাচে শিরোপাধারী বার্সেলোনার কাছে ২-১ গোলে হারা দলটি এইবারকে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে। দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার লেভান্তেকে হারিয়ে রিয়াল (১০) ও আতলেতিকোকে (৯) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার।

এগিয়ে যাওয়ার পর এইবারের ওপর চাপ আরও বাড়ায় আতলেতিকো। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে স্বাগতিকদের রক্ষণভাগকে। সুফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। কোরেয়ার পাস থেকে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় তোরেস। ২-০ গোলে এগিয়ে যাওয়া আতলেতিকোকে আর পেছনে তাকাতে হয়নি। আগের ম্যাচে শিরোপাধারী বার্সেলোনার কাছে ২-১ গোলে হারা দলটি এইবারকে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে। দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার লেভান্তেকে হারিয়ে রিয়াল (১০) ও আতলেতিকোকে (৯) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার।


এগিয়ে যাওয়ার পর এইবারের ওপর চাপ আরও বাড়ায় আতলেতিকো। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে স্বাগতিকদের রক্ষণভাগকে। সুফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। কোরেয়ার পাস থেকে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় তোরেস। ২-০ গোলে এগিয়ে যাওয়া আতলেতিকোকে আর পেছনে তাকাতে হয়নি। আগের ম্যাচে শিরোপাধারী বার্সেলোনার কাছে ২-১ গোলে হারা দলটি এইবারকে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে। দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার লেভান্তেকে হারিয়ে রিয়াল (১০) ও আতলেতিকোকে (৯) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):